মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়া থেকে রক্ষা করার উপায়।

মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়া থেকে রক্ষা করার উপায়।

Mar 2, 2025 - 16:14
 0  6
মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়া থেকে রক্ষা করার উপায়।

অনেকেই মরিচ,টমেটো, শিম, বরবটি পেপে বা অন্যান্য গাছের পাতা কোকড়ানো এর

 জন্য কাংখিত ফলন পান না তাদের জন্য কার্যকরী কীটনাশক। ১০০% পরীক্ষিত।  

মূলত 

থ্রিপিস,জাবপোকা,সাদামাছি ও মাকড়ের আক্রমণ এবং বোরন, জিঙ্ক এর অভাবে এমন হয়।

থ্রিপিস, সাদা মাছি ও মাকড়ের আক্রমণ রোধে এসিটামিপ্রিড, ডাইনোটিফিউরান , ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ইমিটাফ, টিডো, তুন্দ্রা, মোভেন্টো 

এবামেক্টিন গ্রুপের কীটনাশক এবাটিন,লিকাড়,ভেকটিন, সানমেকটিন, ভার্টিমেক স্প্রে করলে পাতা কোকরানো সমস্যা থেকে মুক্তি পাওয়া যাই৷ কিটনাশক স্প্রে করার ২ দিন পর বোরন + চিলডেড জিঙ্ক স্প্রে করতে হই।

ব্যবহারবিধিঃ 

১ম স্প্রেঃ

১ লিটার পানিতেইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক ইমিটাফ/টিডো ০.৫ মিলি সাথে এবামেকটিন গ্রুপের মাকড়নাশক যেমনঃ ভেকটিন/ ভার্টিমেক//লিকাড় ০২ মিলি ভালোভাবে মিশিয়ে বিকেল বেলা স্প্রে করবেন।

 ২য় স্প্রেঃ ২ দিন পর 

  বোরন ২ গ্রাম এবং সাথে চিলডেড জিংকের ০.৫ গ্রাম প্রতি লিটার পানির সাথে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। 

৫ দিন পর পর কয়েকবার স্প্রে করে দিবেন। 

এর পর প্রতি ১৫ দিন পর পর নিয়মিত স্প্রে করে দিবেন। তাইলে আর কোকড়াবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow