মরিচ তেজ-১০০ (বন্ধন সীড)

সারা বছর চাষযোগ্য আগাম জাত। তেজ-১০০ মরিচ সারা বছর চাষ করা যায়। এই মরিচ সাধারনত সারা বছর একই রকম ফলম দিয়ে থাকে।

Feb 27, 2025 - 09:53
 0  4
মরিচ তেজ-১০০ (বন্ধন সীড)

খুব জোরালো উদ্ভিদের বৃদ্ধি হালকা সবুজ ফল, অত্যন্ত ফলপ্রসূ। সারা বছর প্রচুর পরিমাণে মরিচ দিয়ে থাকে । তেজ-১০০ মরিচ দেখতে অত্যন্ত সুন্দর ও বাজারের চাহিদা সম্পন্ন একটি জাত।

মরিচ এর দৈর্ঘ্য প্রায় ৯-১০ সেমি লম্বাহয়ে থাকে। তা অন্য না মরিচের তুলনায় অনেক উন্নত।

চারা রোপণের ৫০-৫৫ দিন পর থেকে ফসল কাটা। সবচেয়ে বড় দিক হলো এই মরিচের রোগ সহনশীল ক্ষমতা অনেক টাই বেশী।

এই জাতের মরিচ গাছ অনেক দিন মরিচ দিয়ে থাকে। তেজ-১০০ জাতের মরিচ এর জীবন কাল দীর্ঘতম।

জমি ও আবহাওয়া ভেদে বন্ধন সীড কোম্পানির তে-১০০ মরিচ ফলন ১২-১৪ মেট্রিক টন একর প্রতি দিয়ে থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow