মরিচ তেজ-১০০ (বন্ধন সীড)
সারা বছর চাষযোগ্য আগাম জাত। তেজ-১০০ মরিচ সারা বছর চাষ করা যায়। এই মরিচ সাধারনত সারা বছর একই রকম ফলম দিয়ে থাকে।

খুব জোরালো উদ্ভিদের বৃদ্ধি হালকা সবুজ ফল, অত্যন্ত ফলপ্রসূ। সারা বছর প্রচুর পরিমাণে মরিচ দিয়ে থাকে । তেজ-১০০ মরিচ দেখতে অত্যন্ত সুন্দর ও বাজারের চাহিদা সম্পন্ন একটি জাত।
মরিচ এর দৈর্ঘ্য প্রায় ৯-১০ সেমি লম্বাহয়ে থাকে। তা অন্য না মরিচের তুলনায় অনেক উন্নত।
চারা রোপণের ৫০-৫৫ দিন পর থেকে ফসল কাটা। সবচেয়ে বড় দিক হলো এই মরিচের রোগ সহনশীল ক্ষমতা অনেক টাই বেশী।
এই জাতের মরিচ গাছ অনেক দিন মরিচ দিয়ে থাকে। তেজ-১০০ জাতের মরিচ এর জীবন কাল দীর্ঘতম।
জমি ও আবহাওয়া ভেদে বন্ধন সীড কোম্পানির তে-১০০ মরিচ ফলন ১২-১৪ মেট্রিক টন একর প্রতি দিয়ে থাকে।
What's Your Reaction?






