মিষ্টি কুমড়ার পটাশিয়ামের অভাব জনিত সমস্যার সমাধান
মিষ্টি কুমড়ার পটাশিয়ামের অভাব জনিত সমস্যা সঠিকভাবে না বুঝেই অনেক কৃষক ভাইয়েরা ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করে থাকেন। এতে কৃষকের অর্থ এবং সফল দুইটাই ক্ষতিগ্রস্ত হয়।

১. মিষ্টি কুমড়ার পটাশিয়ামের অভাব জনিত লক্ষণ জেনে নিন:
১.১ প্রথমে পাতার কিনারা থেকে হলুদ হয়ে
ভিতরের দিকে অগ্রসর হয়, যা নিচের
পাতা থেকে শুরু হয় এবং চুড়ান্ত পর্যায়ে
কচি পাতা ক্ষতিগ্রস্ত হয়। অনেকসময়
পাতার কিনারা ঝলসে যায়।
১.২ পাতা কুঁকড়ে যায় গাছ এবং গাছ খাটো হয়
১.৩ ফল ছোট ও বিকৃত হয়ে যায়।
১.৪ পাতার প্রধান শিরাগুলো গাঢ় সবুজ বর্ন
ধারন করে কিন্তু বাকি অংশগুলো হলুদই
থাকে। পাতার আন্তঃশিরায় বাদামি বর্ণের
টিস্যু দেখা যায়।
১.৫ গাছে পোকামাকড় ও রোগবালাইয়ের
আক্রমণ বেড়ে যায়।
২. পটাশিয়ামের ঘাটতি না হওয়ার জন্য কি করণীয়-
???? বিঘা প্রতি(৩৩শতকে) ৩০-৩৫ কেজি
"মিউরেট অফ পটাশ (MoP)" অথবা
"পটাশিয়াম সালফেট(SOP)" শেষ চাষের
সময় মাটিতে মিশিয়ে দিতে হবে।
???? মাদায় চাষ করলে প্রতি মাদায় ৩০-৩৫
গ্রাম পটাশ সার মিশিয়ে দিতে হবে।
৩. পটাশিয়ামের ঘাটতি জনিত লক্ষণ দেখা গেলে কি করণীয়:
কুইক পটাশ প্রতি লিটার পানিতে ২-৩
গ্রাম হারে মিশিয়ে স্প্রে করুন।
গাছের গোড়া থেকে একটু দূরে রিং করে
মাদা প্রতি ৩০ গ্রাম মিউরেট অব পটাশ
(MOP) সার দিয়ে মাটি দিয়ে ঢেকে দিন।
What's Your Reaction?






