সরিষা খৈল ব্যবহার এর সঠিক পদ্ধতি

সরিষা খৈল সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব এবং সেরা মানের জৈব সার। এই খৈল ব্যবহারের ফলে গাছ প্রয়োজনীয় ফসফরাসের জোগান পায়। সরিষা খৈলে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন,পটাসিয়াম ও বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো উপাদান বিদ্যমান থাকে। সরিষার খৈল ব্যবহার ফুল, ফল এবং গাছের সঠিক মাত্রায় বৃদ্ধিতে সহায়তা করে।
সরিষা খৈল মিশ্রণ তৈরির নিয়মঃ-
১ লিটার পানিতে ১০০ গ্রাম খৈল মিশিয়ে ৫/৬দিন ছায়া যুক্ত স্থানে ড্রামে বা বালতিতে পঁচিয়ে ওই টুকু আবার ১০লিটার পানিতে মিশিয়ে সকালে গাছের গোড়ায় দিতে হবে ড্রাম বা টবের সাইজের পরিমাণ মতো
# এই মিশ্রণ গাছে দেওয়ার আগে গাছের গোড়া হালকা নিড়িয়ে দিতে হবে এবং মাটি জাতে কিছুটা ভিজা থাকে ।
# ১ মাস পর পর দিতে পারেন গাছের ভালো ফলাফলের জন্য ।
What's Your Reaction?






