পটাশ সার এর ব্যাবহার

Feb 12, 2025 - 21:59
Feb 13, 2025 - 20:43
 0  11
পটাশ  সার এর ব্যাবহার

পটাশ (এমওপি) সারের কাজ

পটাশ সার গাছের শিকড় বৃদ্ধি করে এবং পাতার আকার বাড়ায়। প্রতি ছড়ায় পুষ্ট দানার সংখ্যা বৃদ্ধি করে ও দানার ওজন বাড়ায়। গাছের দৃঢ়তা বৃদ্ধি করে বিভিন্ন প্রতিকূল পরিবেশ যেমন খরা, ঠান্ডা, রোগবালাই ইত্যাদি প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফসলের গুনগত মান বৃদ্ধি করে।

বিশেষ বৈশিষ্ট্য

> পাতা, ফুল ও ফল ঝরা রোধ করে।

> গাছের হেলে পড়া রোধ করে এবং গাছের গোড়া শক্ত করে।

> গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

> গাছের বৃদ্ধিতে সাহায্য করে।

» ফল আকারে বড় হয়।

>> ধানের চিটা হওয়া রোধ করে।

প্রয়োগমাত্রা

১০ লিটার পানিতে (৩০-৫০) গ্রাম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow