পাতা মোড়ানো পোকা দমন কৌশল

জানুন আপনার পরিচিত কৃষকদের সতর্ক করুন। ধানের পাতা মোড়ানো পোকা (Leaf Roller)পরিচিতিঃ পূর্ণবয়স্ক পোকার পাখার উপর হালকা গাঢ় কমলা বাদামী স্ট্রাইপ, ঢেউ খেলানো ও অসংখ্য দাগ দেখা যায়।

Feb 25, 2025 - 11:06
 0  6
পাতা মোড়ানো পোকা দমন কৌশল

পাতা মোড়ানো পোকার জীবনচক্রের বর্ণনা:  

        এই পোকার জীবনচক্রে চারটি ধাপ রয়েছে।

          ১. ডিম: ৪-৬ দিন

          ২. লার্ভা/শুককীট: ২১-২৮ দিন

          ৩. পিউপা/মূককীট : ৬-৭ দিন

          ৪. পূর্ণাঙ্গ/মথ: ৭-১০ দিন

সদ্য ফোটা কীড়া বা লার্ভা সবুজাভ বর্ণের হয় এবং 

তার জীবনচক্র সম্পন্ন করতে সময় লাগে ৪৫-৫১ দিন।

পাতা মোড়ানো পোকার ক্ষতির ধরণঃ

     * ডিম থেকে সদ্য বের হওয়া কীড়া 

          ভাজকৃত কচি পাতার সবুজ ক্লোরোফিল

          কুড়ে কুড়ে খায়। ফলে ক্ষতিগ্রস্ত পাতায় 

          সাদা লম্বা দাগ দেখা যায়। 

     * খুব বেশি ক্ষতি করলে পাতা গুলো পুড়ে

          যাওয়ার মত দেখায়।  

     * কীড়াগুলো বড় হওয়ার সাথে সাথে তারা 

          পাতা লম্বালম্বি ভাবে মুড়িয়ে একটা নলের

           মত করে ফেলে। 

     * মোড়ানো পাতার মধ্যেই কীড়াগুলো 

           পুত্তলীতে পরিণত হয়।

পাতা মোড়ানো পোকা বৃদ্ধির অনুকূল পরিবেশ: 

       ইহা প্রধানত উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় 

      বেশি দেখা যায় তবে আউশ ,আমন ও বোরো 

      মৌসুমে এর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। 

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে ধানের পাতা মোড়ানো পোকা দমন কৌশল:

       ১. প্রাথমিক অবস্থায় পোকার ডিম বা 

            কীড়াসহ পাতা সংগ্রহ করে ধ্বংস করা। 

      ২. আলোর ফাঁদের সাহায্যে পূর্ণবয়স্ক মথ 

            ধরে মেরে ফেলা। 

      ৩. জমিতে ডালপালা পুঁতে পোকাখেকো 

           পাখির সাহায্যে পূর্ণবয়স্ক মথ দমন করা। 

       ৪. জমিতে চারা রোপণের ৪০ দিন পর্যন্ত 

            আগাছামুক্ত রাখতে হবে।

ধানের পাতা মোড়ানো পোকা (Leaf Roller) অর্থনৈতিক ক্ষতির দ্বারপ্রান্ত: 

     * শতকরা ২৫ ভাগ পাতা আক্রান্ত হলে   

          পাতা মোড়ানো পোকা দমনে অনুমোদিত 

          কীটনাশক ব্যবহার করা যেতে এর আগে 

          কীটনাশক ব্যবহার উচিৎ নয়। 

রাসায়নিক পদ্ধতিতে পাতা মোড়ানো পোকা দমনঃ

অর্থনৈতিক ক্ষতির দ্বারপ্রান্তে পৌঁছালে ধানের পাতা মোড়ানো পোকা দমনের জন্য নিচের যে কোন একটি কীটনাশক অনুমোদিত মাত্রায় ব্যবহার করা যাবে।

     ১) স্পিনোস্যাড গ্রুপের 

           সাকসেস২.৫এসসি- 

           ১৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে 

           মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। 

     ২) ক্লোরোপাইফস গ্রুপের 

          কীটনাশক যেমন ডিসপেল৪৮ইসি

          ২০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে 

          ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।

    ৩) কার্বারিল গ্রুপের

         কীটনাশক যেমন সেভিন৮৫এসসি

        ৩৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে 

        ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।

   ৪) আইসোপ্রোকার্ব/এম‌আইপিসি গ্রুপের 

        কীটনাশক যেমন: মিপসিন৭৫ডব্লিউপি-

       ২৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে 

       ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।

এছাড়াও এক লিটার পানিতে মনোক্রোটোফস (Monocrotophos) গ্রুপের কীটনাশক ১.৬ মিলিলিটার বা অ্যাসিফেট (acephate) গ্রুপের কীটনাশক ১.৫ গ্রাম বা ক্লোরান্ট্রোনিলপ্রল (chlorantronilprol) গ্রুপের কীটনাশক ০.৩ মিলিলিটার বা ফ্লুবেনডায়ামাইড (flubendiamide) কীটনাশক ০.২ মিলিলিটার মিশিয়ে স্প্রে করলেও পাতা মোড়ানো পোকা দমন হয়ে যাবে, ইনশাআল্লাহ।

সতর্কতা:

   ১. কীটনাশক ব্যবহারের সময় হাতে দস্তানা

         এবং নাকমুখ গামছা বা মাস্ক দিয়ে 

         ঢেকে রাখতে হবে 

   ২. কীটনাশক ব্যবহারের পর হাত ভালো 

        করে সাবান দিয়ে ধৌত করে গোসল 

        করতে হবে।

   ৩. খালি বোতল বা প্যাকেট শিশুদের 

        নাগালের বাইরে রাখুন এবং ধ্বংস 

        করে ফেলুন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow