হাইব্রিড তরমুজ চাষ পদ্ধতি

Feb 13, 2025 - 20:54
 0  12
হাইব্রিড তরমুজ চাষ পদ্ধতি

বীজ বপনের সময়ঃ দেশের দক্ষিণাঞ্চলে কার্তিক থেকে মাঘ এবং উত্তরাঞ্চলে অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস বীজ বপনের সময়। শ্রাবণ-ভাদ্রে বীজ বপন করেও ভাল ফলন পাওয়া যায়।

বীজের পরিমাণ: একর প্রতি ২৫০ গ্রাম (প্রতি শতাংশে ২.৫ গ্রাম)।

বীজ বপনের দূরত্ব ঃ ৬ ফুট × ৬ ফুট দূরে মাদা তৈরী করে প্রতি মাদায় ৩-৪টি বীজ বপন করতে হয়। বীজ

গজানোর পর সুস্থ্য সবল দেখে মাদা প্রতি ২টি চারা রাখতে হবে। সার প্রয়োগ: একর প্রতি নিম্নবর্ণিত হারে সার প্রয়োগ করা যেতে পারে।

সতর্কতা: হাইব্রিড জাতের বীজ থেকে উৎপাদিত ফসলের দানা কোন অবস্থাতেই বীজ হিসাবে ব্যবহার করা যাবে না। হাইব্রিড জাতের বীজ প্রতিবারই নতুনভাবে সংগ্রহ করে আবাদ করতে হবে।

বিঃ দ্রঃ ঠান্ডার সময় বীজ জাগ দিয়ে মুখ ফাটিয়ে নিয়ে বপন করা উত্তম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow