বারমাসী হাইব্রিড মরিচ: সুপার হট-১৫ - F1
বারমাসী হাইব্রিড মরিচ: সুপার হট-১৫ - F1

বারমাসী হাইব্রিড মরিচ: সুপার হট-১৫ - F1
মরিচের গাছ ছোট ও পাতা চিকন হয়। প্রতি গাছে মরিচের পরিমান অনেক বেশী এবং মরিচ সোজা হয়। কাঁচা মরিচের রং কাঁচা অবস্থায় গাঢ় সবুজ ও পাকা মরিচের রং আর্কষণীয় গাঢ় লাল হয়ে থাকে। সুপার হট-১৫ জাতের মরিচ প্রচুর ঝাল। মরিচ লম্বায় ৭-৮ সেন্টিমিটার, ডায়ামিটার গড়ে ২.৫ সেন্টিমিটার, প্রতিটি মরিচের গড় ওজন ২.৫ গ্রাম। এই জাতের মরিচের বাজারে চাহিদা অনেক বেশী। চারা রোপনের ৫০-৫৫ দিন পর থেকে কাঁচা মরিচ বাজারজাত শুরু করা যায় এবং মরিচ উঠিয়ে নেওয়ার পর পূনরায় মরিচ ধরা শুরু করে। একটানা দীর্ঘদিন ফলন পাওয়া যায়। রোগব্যাধি সহনশীল।
বীজ বপনঃ সারা বছর।
বীজের পরিমাণঃ একর প্রতি ১২০ গ্রাম (প্রতি শতাংশে ১.২ গ্রাম)
বীজতলা: ১০ ফুট × ৩ ফুট বীজ তলায় ১০ গ্রাম বীজ বপন করা যেতে পারে। শীতকালে বীজ জাগ দিয়ে মুখ ফাটিয়ে বপন করতে হয়।
রোপন উপযোগী চারার বয়স: ২০-৩০ দিন, তবে প্রয়োজনে বেশী বয়সের চারাও রোপন করা যেতে পারে।
চারা রোপন দূরত্ব: ২.৫ ফুট × ২.৫ ফুট।
ফলন একর প্রতি : কাঁচা মরিচ ৬০০-৭০০ মন ও শুকনা মরিচ ৬০-৭০ মন পাওয়া যেতে পারে।
কুশী ছাটাই: গাছের গোড়ার দিকের কুশী খুব ছোট অবস্থাতেই ভেঙ্গে দিতে হবে। এর ফলে গাছে ফলন বৃদ্ধি পাবে এবং মরিচ উন্নতমানের হবে। তবে কুশী ভাঙ্গার সময় খেয়াল রাখতে হবে যাতে গাছের প্রধান কান্ডটির ক্ষতি না হয়।
What's Your Reaction?






