থিয়োভিট জমিতে কেনো ব্যাবহার করব?

Feb 22, 2025 - 22:23
Feb 23, 2025 - 14:39
 0  8
থিয়োভিট জমিতে কেনো ব্যাবহার করব?

✅থিয়োভিট জমিতে সালফারের ঘাটতি পূরণ ও মাকড় দমন করে।

"গোছা মোটা অধিক কুশি থিয়োভিটে -এ ফলন বেশি" 

#থিয়োভিট ৮০ ডব্লিউজি দ্রবণীয় দানাদার সালফার, যা একই সাথে সার, ছত্রানশক ও মাকড়সানাশক হিসেবে কাজ করে। থিয়োভিট ব্যবহারে ফল ও সবজির বাহ্যিক রং সতেজ ও আকার বৃদ্ধি করে। সঠিক মাত্রায় থিয়োভিট ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয় না।

➡️অভাবজনিত লক্ষণ : 

সালফার ও নাইট্রোজেনের ঘাটতি জনিত লক্ষণ দেখতে একই রকম হলেও সালফারের ঘাটতি জনিত লক্ষণ গাছের কচি পাতায় দেখা যায় কিন্ত বয়স্ক পাতা সবুজ থাকে।

প্রাথমিকভাবে ধান গাছের পত্রখোল হলুদাভ বর্ণ ধারণ করে পর্যায়ক্রমে এই লক্ষণ পত্র ফলকে পরিলক্ষিত হয়।

কুশি অবস্থায় সমস্ত গাছ ক্লোরোফিল বিহীন অর্থাৎ হলুদ হয়ে যায় ফলে গাছের খাদ্য উৎপাদন ব্যাহত হয়। পরিণামে গাছের উচ্চতা এবং কুশীর সংখ্যা কমে যায়। খাটো ছড়া বের হয়, চিটা বেশি হয় এবং ছড়ায় দানার সংখ্যা কমে যায়। সর্বোপরি ফলন কম হয়।

✅✅ব্যবহারের সুবিধা : 

সালফার ব্যবহারে ধানের পাতা চওড়া হয়, কুশির পরিমান বৃদ্ধি পায় এবং চিটার সংখ্যা কম হয় সর্বোপরী ফলন বেশি হয়।

সালোক সংস্লেশন প্রক্রিয়ার মৌলিক উপাদান ক্লোরোফিল গঠনে সহায়তা করে।

গাছ কতৃক নাইট্রোজেন ও ফসফরাস সহজে গ্রহণ ও হজম করে।

????সালফার প্রয়োগের ২ ঘন্টার মধ্যে সুক্ষ সালফক্স কণা দ্রুত পাতা ও মূলের মাধ্যমে উদ্ভিদ দেহে প্রবেশ করে।

গাছের মূল বৃদ্ধিতে সাহায্য করে।

➡️প্রয়োগ পদ্ধতিঃ

গাছ চারা থাকা অবস্থায় অন্য সারের সাথে মিশিয়ে ছিটিয়ে অথবা পানির সাথে মিশিয়ে স্প্রে করা যাবে। 

গাছ বাড়ন্ত অবস্থায় ও ব্যবহার করা যাবে। 

✅প্রয়োগমাত্রা : ধানে প্রতি একরে ৩ কেজি করে এবং বিঘা প্রতি ১ কেজি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow