হাইব্রিড ধান চাষ এর সঠিক নিয়ম
হাইব্রিড ধান সঠিক নিয়মের কেউ চাষ করতে পারে তাহলে স্বাভাবিক সময়ে যে ফলন হচ্ছে তার চেয়ে অধিক ফল সংগ্রহ করা যায়।

হাইব্রিড ধান চাষ এর সঠিক নিয়ম
বীজ হার। একর প্রতি ৬ কেজি।
বীজ শুকানো: প্যাকেট কেটে হালকা রোদে ৩০ মিনিট বীজ শুকিয়ে নিন। এরপর শুকনো বীজ ছায়াযুক্ত জায়গায় ভালভাবে ঠাণ্ডা করে নিন।
বীজ ভেজানো: পরিষ্কার পানিতে ৩-৪ বার ভাল করে ধুয়ে ১০-১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। অতঃপর পানি ফেলে দিয়ে আবার পরিষ্কার পানিতে ধুয়ে পুনরায় ১০-১২ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
অঙ্কুরিত করা ও বীজ বপন: মেঝেতে ভেজা চটের বস্তার উপর ২-৩ ইঞ্চি পুরু করে ভেজা স্বীজ বিছিয়ে চটের বস্তা দিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে বস্তার উপর পানি ছিটিয়ে দিন, যাতে উপরের বস্তা শুকিয়ে না যায়। এভাবে ৩৬-৪৮ ঘণ্টা রাখার পর বীজ অঙ্কুরিত হবে। প্রতি শতাংশ বীজতলায় ১ কেজি অঙ্কুরিত বীজ সমভাবে ছিটিয়ে বপন করুন। ১ শতাংশ বীজতলার চারা দিয়ে ১৭-২০ শতাংশ মূল জমিতে রোপণ করা যাবে।
আরা রোপণ: সারি থেকে সারি ৮ ইঞ্চি, চারা থেকে চারা ৬ ইঞ্চি দূরত্বে, বোরো মৌসুমে ২৫-৩০ দিন বয়সের চারা প্রতিগোছায় ১টি করে রোপণ করতে হবে।
সেচ ব্যবস্থাপনা:
• চারা রোপণের পর ১০-১২ দিন জমিতে অল্প পরিমাণ পানি রাখুন।
ইউরিয়া সার উপরি প্রয়োগের সময় জমিতে ১-১.৫ ইঞ্চি পানি রাখুন।
What's Your Reaction?






