বোরো ধান আবাদে শতকে ও বিঘায় সারের পরিমানঃ

Feb 23, 2025 - 14:48
Feb 23, 2025 - 20:38
 0  19
বোরো ধান আবাদে শতকে ও বিঘায় সারের পরিমানঃ

শতক প্রতি হিসাব:

ইউরিয়া= ১.০৯ কেজি

টিএসপি/ডিএপি= ৪৫৪ গ্রাম 

জিপসাম= ৪৫৪ গ্রাম

পটাশ= ৩৩৬ গ্রাম 

জিংক/দস্তা= ৪৫ গ্রাম

বোরন = ৩৫ গ্রাম 

ম্যাগসার = ৬০ গ্রাম 

দানাদার= ৩৫ গ্রাম 

বিঘা প্রতি ৩৩ শতকে সারের পরিমান

ইউরিয়া= ৩৬ কেজি

টিএসপি/ডিএপি= ১৫ কেজি

জিপসাম= ১৫ কেজি 

পটাশ= ২১ কেজি

জিংক/দস্তা= ১.৫০ কেজি

বোরন = ১ কেজি

ম্যাগসার =২ কেজি

দানাদার= ১ কেজি

টিএসপি সারের পরিবর্তে ডিএপি সার দিলে ৪০% ইউরিয়া সার কম প্রয়োগ করতে হবে। 

সার_প্রয়োগ_পদ্ধতিঃ 

জমি তৈরির শেষ চাষে সমস্ত টিএসপি+জিপসাম+বোরন+ম্যাগসার+জিংক+দানাদার (আলাদাভাবে) তিন ভাগের দুই ভাগ পটাশ ছিটিয়ে দিতে পারেন। 

জিংক/দস্তা সার প্রথম বা দ্বিতীয় চাষে দেওয়া ভালো। 

ইউরিয়া সার তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে। 

প্রথম_কিস্তি:

চারা রোপনের ১০-১২ দিনের মধ্যে ইউরিয়া উপরি করতে হবে। 

দ্বিতীয়_কিস্তি: 

চারা রোপনের ২৫-৩০ দিনের মধ্যে উপরি প্রয়োগ করতে হবে। 

তৃতীয়_কিস্তি: 

চারা রোপনের ৪৫-৫০ দিনের মধ্যে উপরি প্রয়োগ করতে হবে। এবং তিন ভাগের এক ভাগ পটাশ তৃতীয় কিস্তি ইউরিয়া সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow